Padmar Dheure from Nazrul Geetis by Mouli
Tracklist
1. | Padmar Dheure | 6:48 |
Lyrics
পদ্মার ঢেউ রে –
মোর শূণ্য হৃদয়–পদ্ম নিয়ে যা, যা রে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।
মোর পরান–বঁধু নাই, পদ্মে তাই মধু নাই (নাই রে)
বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে
মোর রূপের সরসীতে আনন্দ–মৌমাছি নাহি ঝঙ্কারে রে।।
ও পদ্মারে –
ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ–কালো।
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস্ তারে, দিস্ এই পদ্ম তার পায়
বলিস্, কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে
ফেলে গেল চির–অন্ধকারে।
Credits
from Nazrul Geetis,
track released February 25, 2024
Background Music Composer:
Mihiranga Abeysekara [Sri Lanka]
Background Music Composer:
Mihiranga Abeysekara [Sri Lanka]
License
All rights reserved.Recommendations

by Lokkhi Terra meets Shikor Bangladesh All Stars

by The Bombay Royale

by Immy Owusu

by Rogê

by Gabriel da Rosa

by Seun Kuti & Egypt 80 feat Kamasi Washington

by Charif Megarbane