একাকী আসর [Ekaki Ashor] from পাতালপুরের গান [Patalpurer Gaan] by Joler Gaan
Tracklist
8. | একাকী আসর [Ekaki Ashor] | 5:10 |
Lyrics
ঘরের ভেতর ঘর
একাকী আঁসর
কথা গান সুর
গল্প প্রচুর
বানাই আমি আমার জন্যে
আমি রাজা আমি প্রজা
দোষী মনকে দেইযে সাজা
বানাই আমি আমার জন্যে
ছোট্ট দুখ ছোট্ট সুখ
ছোট ছোট মনের অসুখ
বানাই আমি আমার জন্যে
কেউ ভেবোনা ভাবনাগুলো
তোমায় দিয়ে যাব
মনের কথা শূণ্য জালে
শিকলে আটকাবো
বানাই আমি আমার জন্যে
কার জন্যে... আমার জন্যে